জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুরে তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার নিভৃতে-নিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ কাজে বাধা
পরবর্তী নিবন্ধব্যবসায়ীর ৩৬ লাখ টাকা ও নতুন কেনা গাড়ি নিয়ে পালালো ড্রাইভার