চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদ এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। গত শুক্রবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ইব্রাহিম (১৮), মো. শরীফ (২৫) ও সম্রাট সরকার (২০)। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক তিনজনের মধ্যে দুজন চবি জিরো পয়েন্ট সংলগ্ন একটি দোকানের কর্মচারী এবং অপরজন রাজমিস্ত্রির কাজ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে আমরা নিয়মিত টহল পরিচালনা করি। শুক্রবার রাতে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি মোটরসাইকেলে তিনজনকে সন্দেহজনকভাবে দেখতে পেয়ে তল্লাশি চালাই। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বাকি দুজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রয়েছে।












