জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন স্থানে র‌্যালি ও সমাবেশ

আজাদী ডেস্ক | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী : কর্ণফুলী প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্ণফুলীতে র‌্যালি করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্রসিং থেকে এই র‌্যালি শুরু হয়। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানারফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। ক্রসিং এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের ক্রসিং এসে শেষ হয়।

র‌্যালি শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়া। তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা স্মরণ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই দিনটি আমাদের নতুন প্রেরণা দেয়। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা ৭ নভেম্বরের মূল শিক্ষা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডসিএফ উত্তর জেলা : ঐতিহাসিক ৭ নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম উত্তর জেলা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করে। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এবং সদস্য সচিব আশরাফুল আলম সিজানের নেতৃত্বে কর্মসূচিতে উত্তর জেলার পাঁচটি উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বলেন, ৭ নভেম্বর শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি ছিল স্বাধীনতাসার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক অঙ্গীকার। শহীদ জিয়ার সেই আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের চলমান সংগ্রামে জিয়া সাইবার ফোর্স অগ্রণী ভূমিকা পালন করবে। সদস্য সচিব আশরাফুল আলম সিজান বলেন, অল্প সময়ের আহ্বানেও উত্তর জেলার প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, ৭ নভেম্বরের চেতনা আমাদের হৃদয়ে আজও অম্লান। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় সংহতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধঅপরূপ সৌন্দর্যের ডোমখালী সমুদ্রসৈকত
পরবর্তী নিবন্ধহালিশহর মডেল স্কুলে অভিভাবক সমাবেশ