পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে

লোহাগাড়ায় মহিলা দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার অব্যাহত রাখতে হবে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অতীতের ন্যায় মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। গতকাল বৃহস্পতিবার লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে মহিলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহীন তাহেরের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। মহিলাদের মধ্য থেকে বক্তব্য দেন, চট্টগ্রাম অঞ্চল পরিচালক মেরিনা সুলতানা, জেলা সেক্রেটারি গুলশান হোসাইন, সহসেক্রেটারি আসমা সুলতানা, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস ছালাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন, কাজী নুরুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ আসন বিএনপি কর্মীরা অন্যের কাছে ধার দিতে চায় না
পরবর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন শওকাতুল আলম