বিপ্লব ও সংহতি দিবসে রাউজানের জনসমাবেশ সফল করার আহ্বান

প্রস্তুতি সভা

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান কলেজ মাঠে আগামী ৭ নভেম্বরের বিশাল জনসমাবেশ সফল করতে গতকাল মঙ্গলবার রাউজান উপজেলা, পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথের হাটে কাপ্তাই সড়কে স্বাগত মিছিল ও সমাবেশে উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।

উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার মেম্বার, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ, মোহাম্মদ এনাম উল্লাহ, মুবিনুল হক, কাজী সরোয়ার খান মনজু, শাহাজান শাকিল, আবুল কাশেম রানা, এড. তাজুল ইসলাম, এড. মফিজ উদ্দিন ইমন, আয়ুব খান জনি, শফিউল আজম, শেখ নাজিম উদ্দীন, দিদারুল আলম, সলিম উল্লাহ খান প্রমুখ।

বিপ্লব ও সংহতির দিবসের আয়োজনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে ফিরোজ আহমেদ বলেন, জননেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই। আমাদেরও প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমানুষের এ নেতার হাতে ধানের শীষ তুলে দিবেন। রাউজানবাসী বিশ্বাস করেনবিগত নির্বাচনে মজলুম জননেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন, আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীকের গণজোয়ারে রাউজানের আসনটি উপহার দিবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ বিএনপি