রাঙ্গুনিয়ায় ছাত্রদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের উদ্যোগে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহবৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এবং উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন বেলাল এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন। এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরফান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আইয়ুব, জিএস শোয়াইব কাদের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আল ইমরান, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাফর, হাসেম, জসিম, মনজু, আলম শাহ, নেয়ামত উল্লাহ, মুহাম্মদ কায়সার, মুহাম্মদ মনজু, মোবারক প্রমুখ। অনুষ্ঠান শেষে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের লাল দল ও নীল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লাল দল ২০ গোলে জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন