ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রেসিডেন্ট কার্নি

শুল্ক-বিরোধী বিজ্ঞাপন প্রচার

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শুল্ক বিরোধী একটি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন এবং অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে বিজ্ঞাপনটি প্রচার না করার নির্দেশ দিয়েছেন। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে রিপাবলিকান আইকন রিগ্যান বলছেন, শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।

গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়াপ্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়। সেখানেই তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চান। আমি প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছি, বলেন কার্নি। কার্নি জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের সঙ্গে এটি নিয়ে পর্যালোচনা করেছিলেন। তবে বিজ্ঞাপনটি সমপ্রচারের বিরোধিতা করেন। আমি ফোর্ডকে বলেছিলাম, আমি চাই না বিজ্ঞাপনটি প্রচারিত হোক, বলেন তিনি। খবর বিডিনিউজের।

বিজ্ঞাপনটি প্রচার করেছিলেন ফোর্ড, যিনি স্পষ্টভাষী একজন রক্ষণশীল রাজনীতিবিদ এবং তাকে অনেক সময় ট্রাম্পের সঙ্গে তুলনা করা হয়। বিজ্ঞাপনটি প্রচারের পরই ক্ষুব্ধ ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে চলমান বাণিজ্য আলোচনাও স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওই নৈশভোজে তার সঙ্গে কার্নির খুব ভালো আলোচনা হয়েছে। তবে শুক্রবারও তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আবার শুরু হবে না।

পূর্ববর্তী নিবন্ধক্লাব কলেজিয়েটের গজল সন্ধ্যা
পরবর্তী নিবন্ধইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সবুজ সংকেত