মিনার, চবির আয়োজনে সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
প্রধান অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, মিনারের চেয়ারম্যান ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ। অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবনের সীরাত পাঠ প্রতিযোগিতায় ১০০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মিজানুর রহমান আজহারী বলেন, রাসুলুল্লাহ (স.) ছিলেন এক অনন্য নেতা, যিনি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের পূর্ণাঙ্গ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে ছিল না কোনো স্বার্থপরতা, ছিল না ক্ষমতার অহংকার, বরং ছিল সেবা, ভালোবাসা ও মানবকল্যাণের অঙ্গীকার। তাঁর আদর্শকে অনুসরণ করলে সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়, শান্তি ও মানবিকতা। সীরাত প্রতিযোগতায় অতিথিরা বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ল্যাপটপ, ২য় পুরস্কার হিসেবে রয়েছে ট্যাব এবং ৩য় পুরস্কার হিসেবে স্মার্টফোন। ৪র্থ থেকে ২০তম স্থান অধিকারীদের নগদ অর্থ এবং ২১ থেকে ১০০তম পর্যন্ত স্থান অর্জনকারীদের ইসলামি বই পুরস্কার প্রদান করা হয়েছে।












