প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃহাউস দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃহাউস দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৯ অক্টোবর সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের শিক্ষক তৌকির সার্জিলের সঞ্চালনায় ও প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম (আলমগীর)। প্রধান অতিথি আশরাফুল হক খান স্বপন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীর চিন্তার খোরাক যোগানে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের চিন্তাকে প্রসারিত করে এবং তাদের মধ্য থেকে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দাবার পাশাপাশি অন্যান্য সহশিক্ষাকার্যক্রমে অশংগ্রহণে আহ্বান জানান। মাসব্যাপী এই প্রতিযোগিতায় লীগ পদ্ধতিতে ৪টি গ্রুপে ১৯২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসীম উদ্দীন, ডিরেক্টর সিপিডি নন্দন মিত্র, মিডল স্কুল চীফ কোঅর্ডিনেটর মোহাম্মদ সাখাওয়াত হোছাইন, ক্রীড়া শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলি আসাম, অন্বেষা চাকমা, স্কুল শিক্ষকশিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের সুপার থ্রি’র ম্যাচে হাতে খড়ির জয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশে খেলতে আসছে না আফগানিস্তান ফুটবল দল