চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৈনিক পূর্বকোণ সেন্টারের ইউসুফ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান এস.এম নুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচএম মুজিবুল হক শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির বৃহৎ স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন করতে চাইলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রামের উন্নয়নের আগামী দিনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চেম্বারে নেতৃত্বে আসলে চট্টগ্রাম চেম্বারকে সর্বস্তরের ব্যবসায়ীদের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু হিসাবে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার করেন বক্তারা। একই সাথে চট্টগ্রাম চেম্বারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে দেশের আমদানিরপ্তানি, বছরে কী পরিমাণ ভোগ্যপণ্যের প্রয়োজন হবে এবং এসবের ডাটাসহ একটি আধুনিক রিসার্চ সেল গঠনের মত দেন। মতবিনিময় সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অর্ডিনারি গ্রুপের প্রার্থী এটিএম রেজাউল করিম, আহমদ রশিদ আমু, আহমেদউল আলম চৌধুরী রাসেল, এমাদ এরশাদ, কাজী ইমরান এফ রহমান, মোহাম্মদ আবছার হোসেন, আরিফ হোসেন, মো. মুসা, মো. রাশেদ আলী, মো. আজিজুল হক, মো. হুমায়ূন কবির পাটারী এবং এসোসিয়েট গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএম. কামাল উদ্দীন, মো. কামরুল হুদা, মোহাম্মদ আইয়ূব, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোশতাক আহমদ চৌধুরী। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন লায়ন নুরুল আলম, ইমরান হোসেন, প্রকৌশলী আশফাকুল ইসলাম সৌরভ, কাজী সেলিম রহমান, নাছির হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ও অধ্যাপক আকবর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধএসজেডএইচএম ট্রাস্টের ‘আলোর পথে’র মহিলা মাহফিল
পরবর্তী নিবন্ধ৬৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের ৫ বছরের কারাদণ্ড