বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী স্মরণে শোকসভা গত ২৫ অক্টোবর নগরীর কোতোয়ালীস্থ আবদুর রহমান সড়কস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ও সুভাষ চন্দ্র ধর, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধর। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি দিলীপ কুমার ধর, সিদুল কান্তি ধর, হারাধন মহাজন, শাহজাহান সিদ্দিকী লিটন, প্রদীপ গুহ, খোকন ধর, কাজল বণিক, বিপ্লব কান্তি ধর, রঞ্জন ধর, সত্য কুমার ধর, গোপীনাথ ধর, কোষাধ্যক্ষ শম্ভু ধর, অলক চন্দ্র পোদ্দার, রাজীব ধর, শান্তনু বণিক, মো. আজিজ উল্লা, শিমু রানী দেব, মন্টু চন্দ্র সরকার। এছাড়াও সভায় আঞ্চলিক সমন্বয় কমিটিগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত থেকে শোক প্রস্তাব গ্রহণ করেন প্রয়াত স্বপন চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার মিথুন চৌধুরী ও জামাতা ইঞ্জিনিয়ার কল্লোল দাশ, ভাইপো মিঠু চৌধুরী। সভায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত স্বপন চৌধুরীর আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় বক্তারা প্রয়াতের কর্মময় জীবনের সাফল্য গাঁথা শ্রদ্ধাভরে স্মৃতিচারণ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












