খাগড়াছড়িতে পূর্ব অনুমতি ছাড়া মিছিল ও সমাবেশ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, অনিবন্ধিত সংগঠনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। অনেক সময় ফেসবুকে ঘোষণা দিয়ে হঠাৎ করে মিছিল মিটিং করা হয়। এতে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই অবস্থায় জনস্বার্থে এই সবার সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিছিল মিটিংয়ের ক্ষেত্রে আগে থেকেই অনুমতি নিতে হবে। দেখা গেল অনুমতি ছাড়া মিছিল মিটিং করার কারণে এক জায়গায় দুইটি পক্ষ সমাবেশ ডাকল এতে নিরাপত্তাজনিত সংকট তৈরি হয়। সেক্ষেত্রে পূর্ব থেকে অবহিতকরণ করার জন্য বলা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সভায় বলা হয়েছে কোনো সংগঠন যদি মিছিল বা সমাবেশ করতে চায় সেক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি নিলে আমাদের নিরাপত্তা দিতে সুবিধা হয়। এছাড়া খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় পৌর শহর ছাড়াও জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত মানিকছড়ি ও রামগড়েও ক্যামেরা স্থাপন করা হবে।
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংঘটিত সংহিংসতার প্রেক্ষাপটে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সামরিক–বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











