পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের সংঘর্ষে প্রায় ২২ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাইপাস সড়কের করল দক্ষিণঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের যাত্রী ও পিকআপের চালক হেলপারসহ প্রায় ২২ জন আহত হয়।

দুর্ঘটনায় আহত ১২ জন পটিয়া হাসপাতালে চিকিৎসা নিলেও তাৎক্ষণিক আরো ১০/১২ জন আহত যাত্রীকে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে পটিয়া হাসপাতালে চিকিৎসা নেয়া ব্যক্তিরা হলেন সিরাজ আহমেদ (২০), আনিসুল ইসলাম (১৯), মো. আলিম (২২), চাঁন্দ মিয়া (৫৭), মালিহা (১৮), সজিব (২৪), মিজান (৪৭), তৌহিদুল ইসলাম (৬৩), বিপ্লব (২১), হাসান আলী (২৪), আব্দুল জলিল (৩৬) ও সাজিদ (১৪)। এর মধ্যে গুরুত্বর আহত চাঁন্দ মিয়া, তৌহিদুল ইসলাম ও সজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে নিশ্চিত করেন পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কঙবাজার থেকে আসা পিকনিকের ঢাকার সাভারের সখিন পরিবহনের বাসের সাথে কঙবাজারগামী একটি মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি সড়কের পাশে উল্টে যায় এবং পিকআপের সামনের অংশ ক্ষতি হয়ে পিকআপে থাকা মাছগুলো রাস্তায় ছিঁটকে পড়ে। বাসের সামনের অংশও ধুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ি ও যাত্রীদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে। এরধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাদের সরাসরি এ্যাম্বুলেন্স যোগে ঢাকার পঙ্গু হাসাপাতলে নিয়ে যাওয়া হয়।

ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম উদ্দীন জানান, দুর্ঘটনাাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅন্য দল নিয়ে বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত