চট্টগ্রামের ৮ কলেজে শতভাগ পাস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

এবার চট্টগ্রামের ৮টি কলেজ থেকে শতভাগ পাস করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে মাত্র ৮টি কলেজ শতভাগ পাসের মুখ দেখেছে। গত বছর এই সংখ্যা ছিল ১৩টি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ জানিয়েছেন, আটটি কলেজের মধ্যে হালিশহরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে ৩৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ১৮৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। সীতাকুণ্ডের বারবকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮০ জন, লামার কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬২ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন, চট্টগ্রামের নেভী অ্যাঙ্করেঞ্চ স্কুল এন্ড কলেজ ৩৪ জন, আনোয়ারা কাফকো স্কুল এন্ড কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদে স্বাক্ষরের সুযোগ পরেও থাকছে : আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের চার কলেজ থেকে কেউ পাস করেনি