ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর পরিষদ (২০২৫ু২০২৬ সেশন) চান্দগাঁও থানা থেকে দায়িত্বপ্রাপ্ত ভাইদের সংবর্ধনা জানাতে থানার পক্ষ থেকে এক অনাড়ম্বর সংবর্ধনা সভা গত শুক্রবার আয়োজন করা হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহরা ওয়ার্ডের সহ–সভাপতি মো: নুরুল আবছারের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানার সেক্রেটারী মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চান্দগাঁও থানার সভাপতি মাওলানা মোরশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সভায় নবনির্বাচিত দায়িত্বশীলদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা তাদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রসেনার মিশন ও আদর্শ বাস্তবায়নে আত্মনিবেদিতভাবে কাজ করতে হবে এবং সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।