অভ্যস্তে অন্তর!

শাহনাজ সিঁথি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

জীবন গল্পের অহেতুক আলাপন

কোথাও মুখ লুকায় পরাভব!

কোথাও ব্যথার অনাবিল

আবাহন!

সাঁঝবাতির স্বেচ্ছাচারী স্বপ্ন বিলাস,

অন্তর তখন অভিমানের আবাস।

চায় কি গো হৃদয়ের অলিগলি

রাজপথ!

একই পথের দৃষ্টি খোঁজে

ভিন্ন তারার রাতি

একই আকাশ

ভিন্নার্থক!

তবুও চায় না যুগল ফেরার পথের দিশা,

মন আনচান স্মৃতির দুয়ারে এক্কাদোক্কা।

মোছে মুখ, খুঁজে সুখ

অভ্যস্তে অন্তর!

পূর্ববর্তী নিবন্ধসূর্য ও শিশির
পরবর্তী নিবন্ধদক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী