সময় থেকে শেখা

সাইমুন পাশা মামুন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চারিদিকে কেমন জানি

সবকিছুই ঘোলা,

কথা বলতে মাপতে হচ্ছে

ছটাক না হয় তোলা।

মাথা গেছে বনবাসে

শরীর চালায় লেজ,

রবি মামা খুব অসহায়

চাঁদের ভীষণ তেজ।

বদ্ধ ঘরের অন্ধকারে

মরীচিকার দেখা,

ওলটপালট এ সবকিছু

সময় খেকে শেখা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় শরৎ কাল
পরবর্তী নিবন্ধশরৎরানি