প্রিয় শরৎ কাল

পূর্বা চৌধুরী | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নীল আকাশে দেখবে যখন

সাদা মেঘের ভেলা

আবির রাঙা রূপ হবে তার

নিত্য বিকেলবেলা।

বুঝে নিও চলছে তখন

শরৎরানির খেলা।

ঝিলের জলে ফুটবে শালুক

পদ্ম হাসবে বিলে

ঝাঁক বেঁধে সব সারস পাখি

করবে খেলা নীলে।

ধানের ক্ষেতে হাওয়ায় দুলে

উঠবে সবুজ ঢেউ

বুঝবে তখন আসছে শরৎ

ভুল করো না কেউ।

ঘাসের উপর জমবে শিশির

বাগানে শিউলি ফুল

কাশ ফুলকে মেঘ ভেবে কেউ

করো নাতো ভুল।

গাছে,গাছে পাকবে যখন

হলুূদকালো তাল

বুঝতে পারো এসে গেছে

প্রিয় শরৎকাল।

পূর্ববর্তী নিবন্ধমাতৃসুখ
পরবর্তী নিবন্ধসময় থেকে শেখা