শাপলা ছাড়া আর কোনো মার্কা মানি না

চট্টগ্রামে এনসিপির আনন্দ মিছিলে বক্তারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

শাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা। এসময় শাপলা ছাড়া আর কোনো মার্কা এনসিপি মানে না উল্লেখ করে আন্দোলনে নামারও ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে এনসিপি নিবন্ধন পাওয়ায় গতকাল বিকেলে নগরে আয়োজিত এক আনন্দ মিছিল থেকে এ ঘোষণা দেন তিনি। বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি পর্যন্ত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সাগুপ্তা বুশরা মিশমা।

এ সময় তিনি বলেন, এনসিপির মার্কা শাপলা, শুধুই শাপলা আর কোনো কিছু না। একটি রাজনৈতিক দলের মার্কা হবে অর্থবহ। সেখানে ইসি আমাদেরকে বেগুন, বালতি এইসব মার্কা দেখাচ্ছে। একটি রাজনৈতিক দলের মার্কা কখনো বেগুন বা বালতি হতে পারে না। যদি নির্বাচন কমিশন শাপলা না দেয় তাহলে আমরা ইসির সামনে বেগুন আর বালতি নিয়ে আন্দোলনে নামবো।

বুশরা বলেন, নির্বাচন কমিশনকে বলবো আমরা শাপলা ছাড়া আর কোনো মার্কা মানি না। তিনি বলেন, ইসির কাছে আমরা ব্যাখ্যা জানতে চাইলে তিনি আমাদেরকে ব্যাখ্যা দিতে বাধ্য নন বলে জানিয়েছেন। আমরা বলবো, যদি আপনি জনগণের কাছে ব্যাখ্যা না দিতে পারেন, তাহলে আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন জনগণ কিভাবে আশা করবে?

তিনি বলেন, আমরা নতুন ইতিহাস গড়তে যাচ্ছি। এবার রাজনৈতিক মাঠে আমরা আরো শক্তিশালী হয়ে নামবো। আজকের মিছিল তার প্রমাণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার রিজভী শুভ, এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী জসিম উদ্দিন ওপেল, মহানগর সদস্য সাহেদ ইকবাল চৌধুরী, সৈয়দ এহসানুল হক, . মাহতাব আহমেদ, আজিজুল হাকিম দিগন্ত, আবু তালেব জিকু, মনসুর আজম, মঈন উদ্দিন আল নোমান বকশি, জাহাঙ্গীর আলম রিদয়, মো. ইকবাল, ইমরান হোসেন তারা, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, ফজলে রাব্বী চৌধুরী, আকাশ নূর, নাজমুস সাকিব তামিম, দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান রিয়াদ, মোস্তফা রাশেদ আজগর, সূফি মিনহাজ হোসেন, মো. বদিউল আলম, আব্দুল্লাহ আল নোমান, তাওসিফ বিন রফিক, নূরে আবরার রাজিন, জায়ান আহমেদ রনি, রাতুল খান, জারিফ তাজওয়ার, মহিউদ্দিন তাইফুর, ফাইয়াজ তাজরিয়ান, মোহাম্মদ জাহেদ, মো. শফি উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধগুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধসাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী ফ্যাসিস্টদের স্থান নেই