ফটিকছড়ি উপজেলা জামায়াতে নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, নির্বাচনে বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, ময়দানে জনশক্তিকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন থেকে প্রত্যেক সেন্টারে পরিকল্পিতভাবে কাজ করে যেতে হবে। ফটিকছড়ি উপজেলার একটি স্থানীয় বিদ্যালয়ের অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ইউছুপ বিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মহানগরী শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন নবী, সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুদ্দৌলা, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট ইসমাঈল গণি। উপস্থিত ছিলেন মাস্টার নাজিম উদ্দীন শিকদার, শফিউল আলম নূরী, মো. আবু তাহের, মাস্টার আব্দুর রহিম, সিরাজুল হক, গাজী বেলাল, নবীর হোসেন মাসুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে মাইজভাণ্ডারীর দরসে বেলায়েত মোতলাকা মাহফিল
পরবর্তী নিবন্ধহালদা নদী রক্ষায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ