ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

না হলো না। আবারও ভারতের বিপক্ষে হেরেই সাফ অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে গেল বাংলাদেশের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে গতকাল শনিবার সাফ অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪১ গোলে হেরে যায় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২২ সমতায়। টাইব্রেকারে ভারতের দাল্লালমোন গাংতে, কোরো মেইতে, ইন্দ্রা রানা মাগার, শুভম পোনিয়াএই চার জনই পান জালের দেখা। অন্যদিকে বাংলাদেশের প্রথম শট নেওয়া মোহাম্মদ ইকরামুল কাঁপান ক্রসবার। আজম খানের শট ফেরান গোলকিপার। মোহাম্মদ মানিক তৃতীয় শটে গোল পেলেও লাভ হয়নি। নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশ পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার স্বস্তি সঙ্গী হয়েছিল একবার। কিন্তু দ্বিতীয় গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশ। অন্তিম সময়ে ম্যাচ নাটকীয় মোড় নেয়। সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সেখানে জালের দেখাই পাননি ইকরামুল, আজম। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব১৭ ক্যাটাগরিতে গত আসরেও ভারতের বিপক্ষে ২০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের হারে এই ক্যাটাগরিতে শিরোপা অধরাই রয়ে গেল। শুরুটাও ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। চতুর্থ মিনিটে গুনলেইবা ওয়াংখেরাকপানের পাস ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি দাল্লালমোন গাংতে। তবে বাংলাদেশের আজমের পা হয়ে ফের বল যায় গাংতের কাছেই। তার শট রুখতে পারেনি আলিফ রহমান। পিছিয়ে পড়ে খেই না হারানো বাংলাদেশ সমতায় ফিরে ২৫তম মিনিটে। নাজমুল হুদা ফয়সালের কর্নার মোহাম্মদ আরিফের গোলমুখে বাড়ানো হেড পাস থেকে মানিক হেডেই পরাস্ত করেন মানস বড়ুয়াকে। ৩৮তম মিনিটে ফের এগিয়ে যায় ভারত। বাম দিক দিয়ে আক্রমণে উঠে ক্রস ফেলেছিলেন গুনলেইবা। আলিফ ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন আজলান শাহ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে। ৫১তম মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে ফয়সালের শট ফিরে ক্রসবার কাঁপিয়ে। ৮৮তম মিনিটে পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বায়েজিদ বোস্তামি। বলের লাইনে থাকা ভারত গোলকিপার তার শট কর্নারের বিনিময়ে ফেরান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। থ্রো ইনের পর বক্সের জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে দেন ইশান হাবিব। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানে বাংলাদেশ ছিল একেবারেই বিবর্ণ। যা তাদেরকে হতাশায় মাঠ ত্যাগ করতে বাধ্য করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে প্রিন্সিপাল জিয়াউদ্দিন স্মৃতি বাস্কেটবলের সমাপনী
পরবর্তী নিবন্ধজয়ের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন পোস্ট