নৌকায় উঠতে গিয়ে সাগরে পড়ে নিখোঁজ, ৭ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকায় উঠার সময় সাগরে পড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর জেলে মো. আরিফের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরুয়া পাড়ার ফুলতলী বিচ এলাকা হতে গতকাল রাত ৯টায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের পুত্র। তিনি পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় বসবাস করেন।

গতকাল শুক্রবার দুপুর দুইটার সময় রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট থেকে ৩ মাঝিমাল্লার সাথে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় ফিসিং নৌকায় উঠতে গিয়ে সাগরে পড়ে আরিফ স্রোতে ভেসে যান। ঘটনার পর পর উপকূলের জেলেরা আরিফকে খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর পরুয়াপাড়া এলাকার সাগর পাড়ে আরিফের মৃতদেহ স্থনীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে।

গহিরা নৌ পুলিশের ইনচার্জ আবদুর রহমান জানান, আরিফ নৌকায় উঠার সময় সাগরে পড়ে জোয়ারে ভেসে যায়। প্রায় ৭ ঘণ্টা পর ফুলতলী বিচ এলাকায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মৃতদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলুতে বাবর ও তানভীর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঘরের আঙিনায় ঝুলছিল গৃহবধূর মরদেহ