চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণে গুরুতর আহত আরও ১ শ্রমিক মারা গেছে। ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মোঃ হারেছ প্রকাশ হারুন (৩০) নামের ওই শ্রমিক মারা যায়।
ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে এ পর্যন্ত ৫ জন মারা গেল। মারা যাওয়া হারেছ চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকায় নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা মোঃ সোলাইমান ফারুকী।
উল্লেখ্য, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ-সাতকানিয়ার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর নির্জন এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়।
এসময় গুদামে অবস্থানকারী ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে অগ্নিদগ্ধ অপর ৬ জনের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাদেরকেও ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫ জন মারা গেল।
এ রমধ্যে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমও ইতিমধ্যে মারা গেছে। চিকিৎসাধীন অপর ৫ জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।