পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হালিশহর ৩৭নং মুনিরনগর ওয়ার্ড জাফরখাঁন পাড়ার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে আজিমুশশান নুরানী মাহফিল গতকাল বৃহস্পতিবার বাদে এশা সংগঠনের সভাপতি মো. সাইফুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
শেখ ফজর আলী মাতব্বর জামে মসজিদের খতিব আমিরুল হুজ্জাজ আলহাজ্ব মাওলানা হাফেজ সাইফুদ্দিন মোহাম্মদ খালেদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন তাহফিজুল কোরআন মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা সোলাইমান আলী রজবী। এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী বন্দর থানা শাখার সভাপতি, আবারও চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন মাইজভান্ডারী, সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নঈম, মো. ফারুক, মো. দিদার, মো. নেজাম, মো. রানা, নওশেদ আলম, আরমান সাজ্জাদ, রাকিবুল ইসলাম রকি, রাহাত, আকবর প্রমুখ। এতে দেশ–জাতির মঙ্গল কামনায় মোনাজাত ও পরে তাবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।