বাঁশখালী উপজেলায় দাতা সংস্থা স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত Reducing Disaster Risk through Readiness Initiatives in Banshkhali Upazilla of Chottogram District প্রকল্পের কার্যক্রম নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে নাঈম সুলতানার সঞ্চালনায় প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক, উপজেলা ফায়ার সার্ভিস টিম লিড়ার মো. মিজানুর রহমান, খানখানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার, বাহারছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মাহমুদুল ইসলাম, সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিম, জয় বৈদ্য, ফিল্ড ফ্যাসিলিটেটর সানি বড়ুয়া, সাইফুল ইসলাম, শামছুল আলম, রাজিয়া সুলতানা এবং নাছিমা খানম। সভায় বাঁশখালী উপজেলার সর্বাধিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ ৩ টি ইউনিয়ন ছনুয়া, বাহারছড়া ও খানখানাবাদে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। উপস্থিত সকল অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং সকলেই নিজ নিজ অবস্থান থেকে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











