নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এজন্য সাড়ে ৮ বছর আগে উদ্বোধন হওয়া ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের মাধ্যমে চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতি দেখানোসহ যে-কোনো ধরনের অপরাধের তথ্য পুলিশকে দেয়ার অনুরোধ করা হয়। গতকাল রোববার সিএমপির ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
সিএমপির পোস্টে বলা হয়, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি, হুমকি, ভয়-ভীতি প্রদর্শনসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী এ ধররের চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতিসহ যে-কোনো ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত ‘হ্যালো সিএমপি’ অ্যাপস-এ প্রদান করে মহানগরী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করা যাচ্ছে। তথ্য প্রদানকারী নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে।
জানা গেছে, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক ‘হ্যালো সিএমপি’ অ্যাপসটি উদ্বোধন করেন। পরবর্তীতে ২০২১ সালের ২৫ নভেম্বর অ্যাপসটিতে গণপরিবহনে যাত্রীদের অটোমেটিক ভাড়া সম্পর্কে পরামর্শ দিতে ‘বাসের ন্যায্য ভাড়া’ শিরোনামে নতুন একটি অপশন চালু করা হয়। একই বছরের ৬ ডিসেম্বর অ্যাপসটির মাধ্যমে ‘আমার গাড়ি নিরাপদ’ শীর্ষক কর্মসূচি চালু করে সিএমপি। এ কর্মসূচির উদ্বোধন করেন তৎকালীন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
হ্যালো সিএমপি অ্যাপসের লিংক : প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করা যাবে। অ্যাপসটির ডাউনলোড লিংক হচ্ছে https://play.google.com/store/apps/details…