কর্ণফুলী টানেল সড়কে ঝুঁকিপূর্ণ বাইক স্টান্ট করা যুবকের বিরুদ্ধে থানায় জিডি দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে কর্ণফুলী টানেলের সহকারী ম্যানেজার (সিকিউরিটি এন্ড সেফটি) মোহাম্মদ মনিরুজ্জামান সরকার স্টান্ট করা ওই যুবকের বিরুদ্ধে আনোয়ারা থানায় এ জিডি দায়ের করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৫টার সময় সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার ইলিয়াস সিকদার নামে এক যুবক টানেল সড়কে হেলমেটবিহীন ঝুঁকিপূর্ণভাবে বাইকের ওপর দাঁড়িয়ে বিপদজনকভাবে বাইক পরিচালনা করে। এতে সড়কে চলাচলরত যানবাহন, পথচারী ও স্থানীয় সচেতন জনসাধারণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাইক চালকদের এমন কর্মকাণ্ড এবং বাইক স্টান্টের কারণে যেকোনো সময় টানেল সড়ক এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয় বলে উল্লেখ করা হয়।