এডভোকেট শাহজাহানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় হজরত ইমাম হোসাইন কমপ্লেক্সের উপদেষ্টা, পটিয়া বারের ৬ বারের নির্বাচিত সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হজরত ইমাম হোসাইন কমপ্লেক্স মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইয়াসির আরাফাত হোসাইনী, দোয়া করেন ছালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসাইন হিরু, বিএমএসএফ’র কেন্দ্রীয় সহসভাপতি আবদুল হাকিম রানা, সমাজ সেবক নজরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন আরিফ, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ।

এডভোকেট একেএম শাহজাহান উদ্দিনের আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এছাড়াও এতে দেশজাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তিমুক্তিসমৃদ্ধির জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয় নিয়ে জনগণের সেবক হতে চাই
পরবর্তী নিবন্ধপেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ায় তরুণদের সভা