চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের যৌথ আয়োজনে ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের ৮ম দিন অতিবাহিত হয়েছে। এদিনের খেলায় কুমিল্লা সিটি ক্লাব ৪–০ গেমে কিউ স্পোর্টস হাবকে, আর এন্ড বি বিলিয়ার্ড সেন্টার ৪–১ গেমে ব্র্যকার্স পুল এন্ড স্নুকারকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড৪–২ গেমে চিটাগং ক্লাবকে, এবং এ্যারিনা বাই কিউ স্পোর্টস ৪–২ গেমে গুলশান ক্লাবকে হারিয়ে সেমি ফাইনালে উন্নতি হয়। এর আগে এ্যারিনা বাই কিউ স্পোর্টস ৩–১ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে এবং গুলশান ক্লাব ৩–১ গেমে কিউ বিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।