যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে যোগ দিচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি। আটলান্টা ফায়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়েছে, যেখানে তাকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির মতে, সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি তাদের লাইনআপকে আরও শক্তিশালী করবে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে দলটি। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে মাইনর লিগ ক্রিকেট। এটি মূলত মেজর লিগ ক্রিকেটের একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক মানের অনেক ক্রিকেটার অংশ নিয়ে থাকেন। বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন।

পূর্ববর্তী নিবন্ধলেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর
পরবর্তী নিবন্ধমেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ