টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার বিকালে কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদআসসামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যান। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট রাফিদআসসামি। তিনি বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারত্ব আরো গভীর করার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধফটিকছড়ি করোনেশন স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার