চন্দনাইশে ৩৫টি প্রতিষ্ঠানে ৫ হাজার চারা বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে ও চন্দনাইশের ৩৫টি সামাজিক প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়। গত রোববার এসব চারা বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, সমিতির সভাপতি মাকসুদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা.শাহাদাৎ হোসেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, অধ্যাপক আজম খান, পৃষ্ঠপোষক সদস্য আবুল ফয়েজ ট্রাস্টি সেক্রেটারি নবী খান, উপদেষ্টা আকরাম হোসেন, আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, এরশাদ উল্লাহ, মো. ইদ্রিস, ডা. খাজা হোসাইন কাউসার, আবু সাঈদ মুন্না, আরিফুল ইসলাম সুমন, নেজাম উদ্দিন, আজিজুর রহমান, জয়নাল আবেদীন, নাজিম উদ্দীন, হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, অ্যাডভোকেট শিবলু, আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন ও জেলা রেজিস্ট্রারের মধ্যে মতবিনিময় সভা