ফটিকছড়িতে মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১১ দিন পর সন্তোষ নাথ (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাতপা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খালের লাল পুলের মাথায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় মরদেহটির হাপা রশি দিয়ে বাঁধা থাকতে দেখা যায়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউপির ৩ নং ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে। মৃতের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্তোষ বিভিন্ন জনকে সুদে টাকা ধার দিত। এই টাকাপয়সা সংক্রান্ত কোনো ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ওসি স্যারসহ লাশ উদ্ধার করে ঘটনার আসল কারণ বের করার চেষ্টা চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা করার জন্য এসেছেন। মামলা রেকর্ডের পর এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধজমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর শাখার কাউন্সিল
পরবর্তী নিবন্ধচবি বিএনসিসির রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি