জুলাই গণহত্যা : অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

জুলাই ২০২৪ গণহত্যা : অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। দিবসটির স্মরণে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাকলিয়াস্থ বিপিসির প্রধান কার্যালয় নির্মাণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র চেয়ারম্যান মো: আমিনউল আহসান, পরিচালকবৃন্দ, সচিব, সকল কর্মকর্তা/কর্মচারিবৃন্দ ও কোম্পানির এমডিগণ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির উদ্বোধন করেন বিপিসির চেযারম্যান মো: আমিনউল আহসান। তিনি বলেন, জুলাই গণহত্যা দিবস আমাদের ইতিহাসের একবেদনা বিধুর অধ্যায়। এই দিনটির স্মরণে আমাদের উচিত সমাজ ও পরিবেশের কল্যাণে কিছু করা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একছোট্ট পদক্ষেপ নিতে পারছি, যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিশ্রুতি বহন করে। কর্মসূচির অংশ হিসেবে বিপিসির কর্মকর্তাও কর্মচারীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করেন। অনুষ্ঠানে পরিবেশবান্ধব জীবনধারার গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কেও আলোচনা করা হয়।

এছাড়াও, দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে বক্তারা জুলাই২০২৪ এসং ঘটিত হত্যাযজ্ঞের প্রেক্ষাপট তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিপিসি প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র জ্বালানি খাতেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই আগস্ট স্মরণে কোতোয়ালী থানা ছাত্রদলের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের রাজনৈতিক ও আধ্যাত্মিক শক্তি বিশ্ববাসীর কাছে তুলে ধরা প্রয়োজন