জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম মহানগর, উত্তর–দক্ষিণের উদ্যোগে নগরীর ডিসি হিল চত্বরে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে এই অভ্যুত্থানের কৃতিত্ব এই দেশের জনগণ ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয় এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্য সৃষ্টি করে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। কমল জ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রীতম বড়ুয়া ডালিম ও সুমন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নন্দন বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া এবং শ্যামল কান্তি বড়ুয়া। সভা শেষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলে মিছিল সহকারে যোগদান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন, সজল বড়ুয়া, তাপস বড়ুয়া, মোহন বড়ুয়া, প্রকৌশলী নিশাত বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, বিপ্লব বড়য়া বিভু, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, উক্রাচিং মারমা, মহিরাজ বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন, চান্দু বিকাশ বড়ুয়া, কল্লোল বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া নীরু, কাজল বড়ুয়া, চৈতি বড়ুয়া, পিংকি বড়ুয়া, হিমু বড়ুয়া, জুয়েল বড়ুয়া, মিথুন বড়ুয়া, শোভন বড়ুয়া, সুচয়ন বড়ুয়া টুটুল, থুইসাচিং মারমা, অংসাই মারমা, রাজু বড়ুয়া, লোটাস বড়ুয়া, অভি বড়ুয়া, কংসাই মারমা, উজ্জল বড়ুয়া, রানা বড়ুয়া, জীবন বড়ুয়া, রেপ্রু মারামা রিতু, কাজল বড়ুয়া, অপু বড়ুয়া, সমিরন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, অরুন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, প্রকৌশলী জুয়েল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।