চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৬.৫৯ কোটি টাকা। ১,৭১২ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৬৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৭.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,১২৫.৫৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৬.২৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৯.৯৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১২.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৯৮.০৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০১,১৬৭.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৭৯৯.১১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টির।