রাঙ্গুনিয়া যুব ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

যুব সমাজকে সংগঠিত ও মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুব ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী আয়োজিত এই খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে শিলক যুব ফোরাম বনাম সরফভাট যুব ফোরাম। খেলায় সরফভাটা যুব ফোরাম ১০ গোলে শিলক যুব ফোরামকে পরাজিত করে। পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া যুব ফোরামের উপদেষ্টা ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। যুব ফোরামের অফিস সম্পাদক কাজী সাদিকুল ইসলাম রিয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান কাজী ইরফানুল হক, রাঙ্গুনিয়া যুব ফোরামের সেক্রেটারি এস এম মহিউদ্দিন বাবু, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন, রাঙ্গুনিয়া যুব ফোরামের সদস্য এডভোকেট মুছা কলিমুল্লাহ, শিলক যুব ফোরামের উপদেষ্টা হামিদুল হক, সভাপতি আবদুল গফুর, সরফভাটা যুব ফোরামের সভাপতি কামাল পারভেজ, প্রবাসী বশির আহাম্মদ, সেলিম সওদাগর, সেলিম উদ্দিন, ডা: নাজিম উদ্দিন প্রমুখ। শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখেলোয়াড়দের বিশ্রামের দাবি মেনে নিল ফিফা
পরবর্তী নিবন্ধএনজিএইসএস-ইসিএ দাবা টুর্নামেন্টে ইফতেখার চ্যাম্পিয়ন