নগরীর ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার ৭৩১ কোটি ৬৩ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন– এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, তার মেয়ে মাইমুনা খানম, ভাই আবদুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণি, মো. রাশেদুল আলম, মাইমুনা খানমের স্বামী বেলাল আহমেদ, ইউনাইটেড স্টীল মিলস লিমিটেডের এমডি মোহাম্মদ শহিদুল্লাহ কায়সার, পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী ও ইউনিটেঙ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত ১০ বিবাদীর বিরুদ্ধে দেশত্যাগে এ নিষেধাজ্ঞা দিয়েছেন।
তিনি বলেন, খেলাপিতে পরিণত হওয়া ৭৩১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৭৪৬ টাকা আদায়ের লক্ষে নগরীর ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা বাদী হয়ে গত ৩ জুন অর্থঋণ মামলাটি দায়ের করেন। এতে নগরীর ডবলমুরিংয়ের শেখ মুজিব রোডের ইউনাইটেড স্টীল মিলস লিমিটেড এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরাসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়।