গোসাইলডাঙ্গা কল্পতরু সংঘের নতুন কার্যকরী পরিষদ সভাপতি সৈকত, সাধারণ সম্পাদক মুমু

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গোসাইলডাঙ্গা কল্পতরু সংঘের কার্যকরী পরিষদ (২০২৫২০২৭) গঠনকল্পে এক সভা গত রোববার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য তিলক দত্ত। এতে সদস্যদের মতামতের ভিত্তিতে সৈকত বসু কবিকে সভাপতি, দেবাশীষ ইন্দু রাকেশকে কার্যকরী সভাপতি এবং চন্দ্রচূড় চৌধুরী মুমুকে সাধারণ সম্পাদক হিসেবে ২০২৫২০২৭ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নতুন কার্যকরী পরিষদে সহসভাপতি করা হয়েছে পার্থ সারথী ঘোষ কৃষ্ণ, জুয়েল দাশ ও শুভ্র দাশগুপ্ত; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অনুপম দাশ অপু; সহ সাধারণ সম্পাদক হয়েছেন প্রীতম কানুনগো, মিঠুন কুমার দাশ ও জয় দাশ; সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিরাজ চৌধুরী; সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকাশ চৌধুরী; অর্থ সম্পাদক হয়েছেন জয়দ্বীপ দাশ; দপ্তর সম্পাদক হয়েছেন তমাল ধর; সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অনুরাগ দাশ তপু; ক্রীড়া সম্পাদক হয়েছেন অনিক সরকার; প্রচার সম্পাদক হয়েছেন দীপ্ত চৌধুরী এবং সমাজ কল্যাণ সম্পাদক মনোনিত হয়েছেন রাজু দাশ।

সভায় কার্যকরী পরিষদ গঠনের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠন, পূজার বাজেট এবং সংগঠন পরিচালনায় বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন তিলক দত্ত, সৈকত বসু কবি, চন্দ্রচূড় চৌধুরী মুমু, অনুপম দাশ অপু, বিরাজ চৌধুরী, মিঠুন কুমার দাশ, জয়দীপ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্র শিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী,সেক্রেটারি পারভেজ
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস্‌ চট্টগ্রামের কার্যকরী কমিটি গঠন