স্কপের শ্রমিক সমাবেশ

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

এনসিটি ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) শ্রমিক সমাবেশ গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর গেটে অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং স্কপের যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মহিন উদ্দিন, বিএলএফ এর সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমুল, বিএফটিইউসির সাধারন সম্পাদক কে এম শহিদুল্লাহ, ইব্রাহিম খোকন, তসলিম হোসেন সেলিম এবং আলমগীর হোসেন সাজু প্রমুখ।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৫ জুলাই কেন্দ্রীয় স্কপের সাথে মতবিনিময় সভা এবং ১২ জুলাই শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনে সকল শ্রমিক, কর্মচারী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়, যাতে চট্টগ্রাম বন্দর ও এনসিটিকে দেশিবিদেশি লিজের চক্রান্ত থেকে রক্ষা করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই গোল করা ঋতুপর্ণা বললেন একটা লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি
পরবর্তী নিবন্ধরাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার