কথাসাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য প্রফেসর আসহাব উদ্দীন আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাঁশখালী কলেজ ক্যাম্পাসে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কলেজ মিলনায়তনে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাঁশখালী পৌরসভা জলদী রবীন্দ্র–নজরুল পাঠাগারের উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আগামী ৩০ মে বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর লেখা ‘বাদলের ধারা ঝরে ঝর ঝর’, ‘ধার’, ‘সের এক আনা মাত্র’, ‘বন্দে ভোটারাম’, ‘বাঁশ সমাচার’, ‘ইন্দিরাগান্ধীর বিচার চাই’, ‘দ্বিপদ বনাম চতুষপদ’, ‘ঘুষ’, ‘দাম শাসন দেশ শাসন’, সেরা রম্য রচনা, ‘আসহাব উদ্দীন আহমদ রচনা সমগ্র’ প্রভৃতি। তিনি সাহিত্যে ২০০৫ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।