গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খুন

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলিতে খুন হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধন। গতকাল রোববার রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে পালিয়ে যান কয়েকজন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বলেন, সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। নিহত সাধন ডিস সংযোগ ব্যবসা করতেন বলে জানিয়েছে বাড্ডা থানার পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধলেখাপড়ায় শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব শেখ মোমেনা