বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়ি খাদে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ২৩ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম তনয়া ম্রো (২৬)। গতকাল শুক্রবার সকালে কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, থানচি থেকে ডিম পাহাড় থংপং পাড়া থেকে ২৪ জন যাত্রী নিয়ে একটি জিপ গাড়ি আলীকদম আসার পথে কলারঝিড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো নিহত হন। আহত হয়েছে আরও ২৩ জন যাত্রী। নিহত তনয়া ম্রো লামা রুপসী পাড়া ইউনিয়নের থংপং পাড়ার বাসিন্দা।