রশিদ হত্যাকাণ্ড : জড়িত থাকার অভিযোগে আটক ৩

উখিয়া সংবাদদাতা | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:১০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারী সহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার ছলিম উল্লাহর স্ত্রী রশিদা বেগম (৫১), তার ছেলে নুর উদ্দিন (৪০) ও মেয়ে আল কুমা খাতুন (৩৩)।

আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) গভীররাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের আটক করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গতরাতে অভিযান চালিয়ে আসামীদের আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্যে বুধবার (০৭ মে ২০২৫) ভোর ৫টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শফির বিল গ্রামে নিহতের শ্বশুর সলিমউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন জামাই রশিদ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করে।

নিহত রশিদ আহমদ বড়বিল এলাকার বাসিন্দা সুলতান আহমেদ এর পুত্র রশিদ আহমদ রত্নাপালং ইউনিয়নের বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সৎ পিতা আটক