মেরিন একাডেমি পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম, অতিরিক্ত সচিব (বন্দর) সুরাইয়া পারভীন শেলী, উপসচিব মোছা. জেসমিন আকতার বানু।

গত বুধবার বিকালে মেরিন একাডেমিতে ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প’ পরিদর্শনকালে কাজের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে দিক নির্দেশনা দেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পরে একডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর, প্রকল্প পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ, উপপ্রকল্প পরিচালক হিমু বড়ুয়া, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী ও বিভাগীয় প্রধানদের সাথে একাডেমির সামগ্রিক বিষয় নিয়ে অফিসার্স ক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বাইকের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় : মেয়র