মনকে বলি
যাও নদীতে
পদ্মফুল নাও,
হাওয়ায় ভেসে যাও
যাও উড়ে পাখি হয়ে।
মন খারাপ হলে
হাসির ছলে নিজেকে ভুলাও,
পদ্মফুল নাও
হাতে হাতে ভালোবাসার ছলে
পদ্মফুল ভালোবেসে তাকে দাও।
মনকে মন, ওরে মন
ভালোবেসে তারে বল
হাজারো সাদা, লাল, নীল–
পদ্মফুলের তারার মেলায়
আমার ভালোবাসার
ভাসমান এক পদ্মফুল তুমিই।
পদ্মাফুল নাও
ভালোবেসে তাকে দাও।