পোপ হিসেবে নিজের ছবি পোস্ট করে তোপের মুখে ট্রাম্প

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

পোপ হিসেবে নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করে ক্যাথলিক ধর্মাবলম্বীদের সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিটি এমন সময় এল যখন ক্যাথলিকরা ২১ এপ্রিল মারা যাওয়া পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং পরবর্তী পোপ বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। খবর বিডিনিউজের।

এজন্য ট্রাম্পের বিরুদ্ধে ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স। কয়েকদিন আগে পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেছিলেন, আমিই পরবর্তী পোপ হতে চাইব।

এটিই হবে আমার এক নম্বর পছন্দ। বিবিসি লিখেছে, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট নন যার বিরুদ্ধে ক্যাথলিক ধর্ম নিয়ে উপহাস করার অভিযোগ উঠেছে। এক বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডার ট্যাম্পায় গর্ভপাতের সমর্থনে এক সমাবেশে ক্রুসের চিহ্ন তৈরি করেও ক্ষোভের মুখে পড়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়, একচেটিয়া শাসনের মেয়াদ বাড়ল
পরবর্তী নিবন্ধইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে হুতিদের ক্ষেপণাস্ত্র