ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। যা সবচেয়ে ভয়ংকর ও আতঙ্কিত দুর্যোগ। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে যেমন– দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ যেকোন আসবাবপত্র বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায়, পৃথিবীর কেঁপে ওঠাই ভূমিকম্প।
সারা পৃথিবীতে বছরে গড়ে ছয় হাজার ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না।
ভূমিকম্পের সাথে সকলে পরিচিত হলেও এর কারণ ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে বেশিরভাগেরই অজানা। আগ্নেয়গিরিজনিত, শিলাচ্যুতি, ভূপাত, তাপ বিকিরণ, ভূ–গর্ভস্থ বাষ্প, হিমবাহের প্রভাব এর প্রধান কারণ। ভূমিকম্পের ফলে ভূগর্ভ কেঁপে মাটি তরল হয়ে যায়, ভূমিধস ও সুনামি সৃষ্টি হতে পারে। কিছুদিন আগেও বাংলাদেশ, মিয়ানমারে ভূমিকম্পের কারণে শত দালানকোঠা ধসে পড়েছে, অনেক মানুষ আহত ও নিহত হয়েছেন। তাই, ভূমিকম্পের টের পেলে বা খবর পেলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী,
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।