চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৯৪ কোটি ডলার (৩৫ হাজার ৯২৯ কোটি টাকা) রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ২০২৪ সালের মার্চের প্রথম ২৬ দিনে রেমিটেন্স আসে ১৬১ কোটি ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিটেন্স বেশি এসেছে প্রায় ৮২ শতাংশ। খবর বিডিনিউজ ও বাসসের।
বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের মার্চের ২৬ তারিখ পর্যন্ত যে হিসাব প্রকাশ করেছে তাতে দেখা যায়, গত ৯ মাসে রেমিটেন্সে প্রায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ মার্চ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে। আর ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল এক হাজার ৬৭০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের মার্চ মাসের মতো আগে কখনো এত বেশি রেমিটেন্স আসেনি। ব্যাংকাররা বলছেন এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে; ২৬৪ কোটি ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে; ২৫৩ কোটি ডলার। এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি শাহিন ইকবাল বলেন, ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স বলা যায়। আর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ার পেছনে কয়েকটি কারণ আছে বলে আমি মনে করি। রেমিটেন্সে ব্যাংকগুলো ভালো রেট দিচ্ছে। সরকারের প্রণোদনাও আছে। দুটি মিলে অ্যামাউন্টটা আকর্ষণীয়। তাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়েছে।