আইপিএলে আসছে নতুন নিয়ম

অধিনায়কদের সভায় সুখবর

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর কাল ২২ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে । তার আগেই বেশ কয়েকটি নতুন নিয়মের ঘোষণা এসেছে। ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে জরিমানা করার বিধান নতুন নয়। তবে আইপিএলে এর সঙ্গে যুক্ত ছিল অধিনায়কদের জন্য নিষেধাজ্ঞার মতো শাস্তি। গত মৌসুমের এক ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবারের আসরে প্রথম ম্যাচে নিষেধাজ্ঞায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। গত মৌসুমে এমন শাস্তি আরও বেশ কয়েকজনই পেয়েছিলেন। তবে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন আসরে নিয়মটি আর থাকছে না। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ‘ক্যাপ্টেন্স মিট’। যেখানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ও ম্যানেজারদের কয়েকটি নতুন নিয়ম ও বিদ্যমান নীতিমালায় কিছু পরিবর্তনের ঘোষণা দেয় বিসিসিআই। সেখানেই জানানো হয় অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে অধিনায়কদের জন্য ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে। এই ডিমেরিট পয়েন্ট বহাল থাকবে তিন বছর পর্যন্ত। ফলে এখন থেকে আর অধিনায়কদের ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম থাকছে না। ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে, তবে স্লো ওভাররেটের জন্য তারা কোনো ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। লেভেল১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে, যা গণনা করা হবে পরবর্তী তিন বছর পর্যন্ত। আবার কেউ লেভেল২ অপরাধ করলে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এক সূত্র জানিয়েছে, প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে শুধুমাত্র স্লো ওভাররেটের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর আগের আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল বেশ কয়েকজন অধিনায়কের। আর হার্দিক ও দিল্লি ক্যাপিটালসের ঋষভ পান্তরা নিষেধাজ্ঞা পেয়েছিলেন। যে কারণে পান্ত মিস করেন গুরুত্বপূর্ণ ম্যাচ, হার্দিক থাকছেন না ২৩ মার্চের ম্যাচে। এ ছাড়া আইপিএলের আরও বেশকিছু নিয়ম নিয়ে আলোচনাসমালোচনা ছিল। এর মধ্যে একটি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের সময় খেলোয়াড় বদলের এই নিয়ম নাকি ২০২৭ সাল পর্যন্ত থাকছে। এক সূত্র নিশ্চিত করেছেন, ‘আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালিয়ে যাবে, যা দলের একজন খেলোয়াড়কে ম্যাচ চলাকালে বদলির সুযোগ দেবে অন্তত ২০২৭ পর্যন্ত।’ পরিবর্তন এসেছে আইপিএলের ডিআরএস ব্যবহারের নীতিমালায়ও। এর আগে আম্পায়ারের দেওয়া ওয়াইডনো বলের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করতে পারতেন ব্যাটাররা। এখন থেকে উচ্চতাজনিত ওয়াইড এবং অফস্টাম্পের বাইরের ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস রিভিউ নেওয়া যাবে। এই পরিবর্তনগুলোর সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ম যুক্ত হয়েছে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব মোকাবিলায় ১১ ওভার থেকে দ্বিতীয় বল নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের সিলেকশন ক্যাম্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধরোহিত-কোহলিদের জন্য পুরস্কার ৫৮ কোটি রুপি